Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

বাস্তবতা

আমাদের খুব প্রিয়জন বা কাছের মানুষ মারা গেলে আমরা বড়জোর 1 মাস কাদি! তারপর সময়ের সাথে পাল্লা দিয়ে আস্তে আস্তে চোখের পানিটাও শুকিয়ে jay.
আর Sriti গুলোও মলিন হয়ে jay.
আমি মনে প্রানে believe করি
যে, রক্তের সম্পর্কের বন্ধন বাদে কিছু সম্পর্ক চোখের আড়াল হলে মনের আড়াল এমনিতেই হয়ে যায়। কারণ মানুষ চাইলেই পারে অনেক কিছু। আর এটাই fact.
মানুষের জীবনে অসম্ভব বলে কিছু নেই। প্রতিটা দিনই মানুষের জীবনের জন্য গল্পের বইয়ের এক একটা পাতার মতো আর এই পাতাগুলো আমাদেরকেই লিখতে হয় প্রতিটা মুহূর্তে,,,,,,একটা সময় এই বইটা একটা উপন্যাসে পালটে যায়!
মানুষের জীবন joto বড়, তার বইটাও toto মোটা।
জীবনটা এমনই,,,,,,,,,প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কিংবা প্রতিটা মুহূর্তে আমাদেরকে পালটাতে হয়।
ইচ্ছা-অনিচ্ছায়-kosto-সুখ-
দুঃখে-হাসি-কান্নাতে-বাধ্য-
অবাধ্যতে পালটাতে হয়, আবার আমরাই আমাদের মানিয়ে নেই। মানিয়ে নিতে হয়। এটাই বাস্তবতা।

Writer:  MD. Fayyaz Alam

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply