সাহস আর সুযোগের অভাবই চরিত্র ।

— বার্নার্ড শ

ছায়া দেহ

Chaya Deho (ছায়া দেহ) | Fazlur Rahman Babu | Indubaba 2 | Lyrical Video 2017

পাথার জলে ডুইবা মইরো,
আসমান থাইকা জমিত পইড়ো .
পাথার জলে ডুইবা মইরো,
আসমান থাইকা জমিত পইড়ো …
তবু কারো প্রেমে পইড়ো না,
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
তবু কারো প্রেমে পইড়ো না,
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
প্রেমের ব্যাধি পুরান আদি,
দেহে ছড়ায় জহর …,
নাই ঔষধি খোঁজ যদি,
গেরাম হইতে শহর …
প্রেমের ব্যাধি পুরান আদি,
দেহে ছড়ায় জহর …,
নাই ঔষধি খোঁজ যদি,
গেরাম হইতে শহর …
লাল আগুনের গোলা ধইরো,
লাল আগুনের গোলা ধইরো,
তবু কারো প্রেমে পইড়ো না,
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি,
দুঃখে হৃদয় কাতর,
কেহ বধির লীলাদেবীর,
শোকে নিথর পাথর …
পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি,
দুঃখে হৃদয় কাতর,
কেহ বধির লীলাদেবীর,
শোকে নিথর পাথর …
প্রাণহারীরে সাথী কইরো,
প্রাণহারীরে সাথী কইরো,
তবু কারো প্রেমে পইড়ো না .
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না .
পাথার জলে ডুইবা মইরো,
আসমান থাইকা জমিত পইড়ো …
তবু কারো প্রেমে পইড়ো না,
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …
তবু কারো প্রেমে পইড়ো না,
ছায়াদেহ মায়া কইরো না কেহ,
ছায়াদেহ মায়া কইরো না …

Chaya Deho lyrics (ছায়া দেহ) | Fazlur Rahman Babu | Indubaba 2 | Lyrical Video 2017

pathar jole duiba mori lyrics viral tiktok song bangla

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply