Three things cannot be long hidden: the sun, the moon, and the truth.

— Buddha

চাতক পাখির মত আমি আসায় চেয়ে থাকি

প্রাণ বন্দু আসিতে সখিগো
সখি আর কত দিন বাকি।
চাতক পাখির মত আমি
আসায় চেয়ে থাকি গো ।

ভালবেসে দুক্ষ দেওয়া গো
সখি ভাল হলো নাকি?
পাগল মন রে আর কত দিন
কবজ দিয়ে রাখি গো ।

নিবির রাতে কেউ নয় সাথে গো
সখি একা যখন থাকি।
কত কথা মনে পরে
ঝরে দুটি আখি গো।

আসবে ঘরে আসা করে গো
সখি দিবা নিষি ডাকি ।
করিম বলে দয়া হলে
আসবে প্রাণ পাখি গো।

Pran Bondhu Asite Sokhigo Sokhi Ar Kotodin Baki
Lyric – Shah Abdul Karim

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply