১. কোনটি দেহকোষ নয়?
ক. স্নায়ুকোষ খ. লোহিত রক্তকণিকা
গ. ত্বককোষ ঘ. শুক্রাণু
২. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?
ক. ১ খ. ২. গ. ৪ ঘ. বহু
৩. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. RBC খ. নিউরন গ. গবলেট ঘ. WBC
৪. জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
ক. মাইটোকন্ড্রিয়া খ. নিউক্লিয়াস গ. রাইবোজোম ঘ. গলগি দ্রব্য
৫. ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
ক. পেক্টোজ খ. লিগনিন গ. সুবেরন ঘ. কাইটিন
৬. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ক. রক্তকোষ খ. পেশি কোষ গ. স্নায়ু কোষ ঘ. জনন কোষ
৭. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট গ. ক্রোমাটোপ্লাস্ট ঘ. নিউকোপ্লাস্ট
৮. জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৯. একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে-
ক. অঙ্গ খ. জীব গ. কলা ঘ. অণু
১০. উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে?
ক. জাইলেম খ. ফ্লোয়েম গ. প্যারেনকাইমা ঘ. স্কে¬রেনকাইমা
১১. স্থায়ী কলার কাজ-
ক. খাদ্য উৎপাদন খ. সঞ্চয় গ. দৃঢ়তা প্রদান ঘ. সবগুলো
১২. জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
ক. DNA খ. RNA গ. ATP ঘ. TNA
১৩. নিচের কোনটি উঘঅ-এর নাইট্রোজেন বেস?
ক. ইউরাসিল খ. গোয়ানিন গ. পাইরিডক্সিন ঘ. অ্যাসপারাজিন
১৪. বিশ্বে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়-
ক. আয়ারল্যান্ডে খ. ফ্রান্সে
গ. জাপানে ঘ. ইংল্যান্ডে
১৫. Flora বলা হয় কোনটিকে?
ক. উদ্ভিদকুলকে খ. প্রাণীকুলকে গ. পক্ষীকুলকে ঘ. মৎস্যকুলকে
১৬. মূল নেই কোনটির-
ক. ফার্ন খ. একবীজি গ. মস ঘ. দ্বিবীজি
১৭. কোনটি অটোফাইন নয়?
ক. জাম খ. কাঁঠাল গ. ছত্রাক ঘ. লিচু
৮. মিউকর কী?
ক. একটি শৈবাল খ. একটি ছত্রাক গ. একটি ব্যাকটেরিয়া ঘ. একটি ফার্ন
১৯. কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. মস খ. পাতাবাহার গ. ঘাস ঘ. ঝাউগাছ
২০. প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
ক. Riceia খ. Agaricus গ. Cycas ঘ. Spirogyra
উত্তর : ১. ঘ ২. ক. ৩. খ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ।
চাকরির প্রস্তুতি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1