Do not look for a sanctuary in anyone except your self.

— Buddha

চাঁদনি

ভাঙা সাঁকো, দু চারটে ডােবা জলস্রোত

পেরিয়ে গ্রামে ঢােকার রাস্তা

গাছপালার ঘ্রাণে তুমি মিশে আছ

অথবা ঘুঁটের দেওয়ালে তােমার পাঁচ আঙুলের দাগ

আধময়লা লালপেড়ে শাড়ি

দুদিনের স্নান না করা বাসি চুল

আজ কি রান্না হবে — পুঁটিমাছ তেঁতুল শাক…?

ভাতের হাঁড়ি নামিয়ে চা করাে উনানে

কতদিন পর বলাে আজ কুটুম এলাম

কতদিন তােমাকে দেখিনি আমার আকাশে !

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply