It is during our darkest moments that we must focus to see the light.

— Aristotle

চলিত বাংলা

কেউ কেউ সাধুভাষা
তৎসম বিলাসে দ্রুত হেঁটে যায়
আমরা চলিত বাংলা পিছনে পড়ে থাকি
যদিও সাইকেল আছে; পকেটে কিরণ বিড়ি।

ওদের ছোঁয়া হাওয়া আমাদেরও ছুঁয়ে যায়
যদিও ওদের ময়ূর আছে; আমাদের মোরগ চেঁচায়।
বাস্তবের আগে জাদু লিখে ওরা ওড়ে মহাকাশে
আমরা শুধু ঝরাস্বপ্নগুলি কুড়িয়ে পাই ধুলো আর ঘাসে।
কখনো কখনো বৃষ্টি হয়; বৃষ্টিতে তরণী হাসে—
আমরা কলার ভেলায় ভাসাই লখিন্দর।
পরম আনন্দগুলি নগ্ন হতে হতে সভ্যতায় নাচে
আমরা চরম তুচ্ছ শব্দশ্রমিক, বেঁচে থাকি কান্না মুছে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply