খোদে খোদা আল্লাহ রাধা
দোস্ত মোহাম্মদ।
অজুদে মজুদ সাইঁ
দমে কিয়ামত।
কোরানে কয় নামাজ রোজা
বেহেস্তে যাওয়ার
রাস্তা সোজা।
হযরত কয় লামাও বোঝা
করে খেদমত।
সরিয়তে করে সন্দি ,
তরিকতে বুঝ ফন্দি,
হাকিকতে ইমান বান্ধি
মনমোহন দত্ত (মলয়া সংগীত) – খোদে খোদা আল্লাহ রাধা
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1