ছায়াছবি: অঞ্জলি
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: গৌতম বসু
শিল্পী: অনুপ জালোটা
মা মাগো
কোন শক্তিতে তুই শক্তিময়ী,
ওরা জানেনা -২
অবোধ ওরা,অবুঝ ওরা
তোকে মানেনা;
কোন শক্তিতে তুই শক্তিময়ী
ওরা জানেনা।
তিন ভুবনের অস্ত্র যত মা -২
তোর পায়ে মা হয় যে নত
তোর একটি খড়গ সবার বড় -২
ওরা বোঝেনা;
কোন শক্তিতে তুই শক্তিময়ী
ওরা জানেনা।
মিথ্যে ওরা বড়াই করে মা -২
অবিদ্যাতে বুকটা ভরে
তাই ত্রিকাল জয়ী তোর চরণে -২
ধূলা খোঁজেনা।
মা কোন শক্তিতে তুই শক্তিময়ী
ওরা জানেনা,
অবোধ ওরা,অবুঝ ওরা
তোকে মানেনা;
[কোন শক্তিতে তুই শক্তিময়ী,
ওরা জানেনা]-২
কোন শক্তিতে তুই শক্তিময়ী
Kon Shaktite Tui Shaktimayee
What’s your Reaction?
+1
2
+1
1
+1
+1
+1
1
+1
+1