Be the change that you wish to see in the world.

— Mahatma Gandhi

কূল নাই দরিয়ার পাড়ে

Jalal Uddin Khan – Kul Nai Doriyar Pare (Sunil Karmakar)

জালাল উদ্দিন খাঁ (জালালগীতি) – কূল নাই দরিয়ার পাড়ে (বাউল সুনীল কর্মকার)

কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর
এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।

কই গেল সেই তোতা ময়না
কই গেল সেই ককিলা
যার গানে ঘুম ভাঙ্গিয়া
হইত মানুষ উতলা।।
বহিছে সেই অন্তর জালা
কাঁপে অঙ্গ থরোথর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।

তরুন বয়সে এসেছিলো বাহেস্তি সুন্দরি হুর
দরিয়া মন্থন করিয়া লুটে নিলো রত্ন কুল।।
নেশায় তখন ছিলাম বিভোর
মনটা ছিল বেখবর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।

কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম
মৃত্যু আনল শিয়রেতে দমকা বাজে ধুম ধাম।।
লয় না সে এলাহির নাম
মনে মনে রয় কাতর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।

বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি
তাজা রক্ত জলতি আগুন নিভে ঠাণ্ডা হয়েছি।।
জালালে কয় বেঁচে আছি
দুঃখে কষ্টে নিরন্তর।।

কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর
এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।।

kul nai doriyar pare lyrics

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
2
+1
2
+1
1
+1
1

Leave a Reply