কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে

শিল্পীঃ কিশোর কুমার

কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে।।
.
হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু চায়
কিছু তার পায় না,
কিছু তার পায় না
কে যেন কেন যে
আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে।।
.
প্রতিদিন উঠে নতুন সূর্য
প্রতিদিন আসে ভোর
ওঠে না সুর্য,
আসেনা সকাল
জীবন আঁধারে মন
পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে,
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই
আমিতো কেহ নয়।
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে।।

ki ashay bandhi khelaghar lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply