কিছু কিছু কথা আর কিছু পরিচয়
Kichu Kichu Kotha Ar Kichu Porichoy
Chaha Hai Tujhko Chahunga Hardam
চাহা হ্যায় তুঝকো চাহুঙ্গা হরদম
चाहा है तुझको चाहूँगा हरदम
Movie: मन (Mann)(Hindi)
Lyricist: Sameer
Music Composer: Darshan Rathod,
Sanjeev Rathod
Music Director: Darshan Rathod,
Sanjeev Rathod
Singers: Anuradha Paudwal,
Udit Narayan
ছায়াছবি: সকাল সন্ধ্যা (২০০৬)
কথা: গৌতম সুস্মিত
সঙ্গীত: অশোক ভদ্র
শিল্পী: অলকা ইয়াগনিক/
সোহম চক্রবর্তী
[কিছু কিছু কথা আর কিছু পরিচয়,
মনে মনে চুপিচুপি দোলা দিয়ে যায়]-২
[কিছু কিছু মুখের হাসি,
দিয়ে যায় চাওয়ার বেশী]-২
[ভরে যায় খুশিতে তখন এ হৃদয়]-২
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপিচুপি দোলা দিয়ে যায়।
[মধুর কিছু সময় যে জীবনে আসে,
গুনগুন করে ওঠে মন কত আবেশে (হো)]-২
মনে পড়ে যায় কত স্মৃতি
কত ছবি ভালোবাসায়
[ভরে যায় খুশিতে তখন এ হৃদয়]-২
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপিচুপি দোলা দিয়ে যায়।
লা লা লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা লা লা
[এইভাবে যদি কেটে যায় চিরদিন,
রঙে রঙে যদি হয় মনটা রঙিন (হো)]-২
স্বপ্নের দিন যখন আসে
আপনজনের ছোঁয়ায়।
[ভরে যায় খুশিতে তখন এ হৃদয়]-২
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপিচুপি দোলা দিয়ে যায়
[কিছু কিছু মুখের হাসি
দিয়ে যায় চাওয়ার বেশী]-২
[ভরে যায় খুশিতে তখন এ হৃদয়]-২
[কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপিচুপি দোলা দিয়ে যায়]-২
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1