মনের ভিতরে হাজারো এলোমেলো কথা
ভাবনা,না ভাবার জাগায় চেতনা
মুখ্য করে তুলে তারে
যার মুল্য নেইকো জগৎ সংসারে..
বিলাস মনে জাগে না হারানোর ভয়
সে যেন বস্তু সমাহার শূন্যতায় তুলে ধরে..
অবুঝ,অভদ্র
সভ্যতার মাঝে অসভ্যতার উক্তি শোনে
নির্বাক মনে প্রশ্ন আসে,
মেয়ে তুমি সভ্য ছিলে কবে???
তীব্র বেগে ছুটে চলে
কালো ঘটায় রাঙা দিনে
সেদিন হারিয়েছি নিজের
সাজিয়েছি সত্তা অমূল্য করে।
চুপ থাকার মাঝে
লুকিয়ে দিয়েছি
সহানুভূতির ভয়ে।
এবার নিজেকে বড় করে
আর আলোচক আলোচনা করে,
সমালোচক সমালোচনা করে!!!
কথার তীর পাথরের গায়ে আছড়ে পরে..
ভুলে যায়,
লোহাই যে লোহাকে কাটিতে পারে!!!!
মনোবল দীর্ঘ
চেতনা জাগ্রত।
এবার ছুতে হবে আকাশ
যতই টানুক সমাজ নিচে আমারে..
মনে দোয়া
হে মোর মালিক
শক্তি দিয়ো আমারে।
এই পথটা একা চলতে হবে
সব হতে আলাদা,অনন্য করিতে চায় তাহারে..
পথের কাটা,মানুষের বিষমাখা কথা
গায়ে মাখিলে
রোকেয়া জাগরণ হইতো নারে!!
নারী বসিতো বদ্ধ চার দেয়ালে!!
তেরেসা শেষ করে নিজেরে
মানবতার পদতলে
মোহাম্মদ করেন মক্কা জয়
মনোবল নড়বড়ে হলে হেরে যেতো না তারা সেকালে???
এন্যা লিখিতো না ডায়েরি
নম্বর দুইয়ের বিশ্ব তেজ নিয়ে
সুজরনার,হয়তো বাধ্য কৃষ্ণাঙ্গই থেকে যেতো রে!!
তথ্যের বইয়ের পাতায় লাভলেসের চিত্র
অবাক মনে সময় বিলিত
মালালা ইউসুফ নোবেল পেলো কেমন করে??
সে ও তো মুসলিম পরিবারেই বেড়ে উঠে!!!
দুই নোবেল ধারী দুই বিজ্ঞানের মেরি কুরি
ইতিহাসে সে এক নারী
মুখে বলে,
জীবনে কিছুরে ভয় করো না কো
এই যে এক মুখোশ পরা অনুভুতি
যতো বুঝবে,ভয়টা ততোই হেরে যাবে।।
এমন লাখো লাখো নারী,পুরুষ
শুরু হতেই অমূল্য ছিলো কবে?
তারা বানিয়ে নিয়েছে অমূল নিজেরে!!
অনমনা মন নিরবতায় সাহস জোগায়
তুমি ভাবো কি নিজেরে!!
আমার মাঝে কি না ভাবার দাড়ি চিহ্ন বসানো আছে??
আসুক না বাধা,চোখ তাহার এক সুন্দর জীবন দেখিতে চায়।
মরার আগে গর্ব করি নিজেরে
এইতো শুরু,এবার দেখি কতো বাধা আটকায় আমারে!!
এই এক মেয়ে হাজারো মনের চেতনা ধরে
মূর্খ মানুষ
বদলাও নিজেরে,
পারো না নিজেরে দামী করিতে
হিসেব করো কেন তাহারে!!
এই যেন কঠোর এক অনুভুতি
দিন শেষে না পাই পাশে কারোকে
হারাবো কি,
অমূলতা হারিয়ে নিয়েছে
কালিতে লিখিনি
কোনো কালে চুখের জলে মিটিয়ে দিয়েছি
নিজের মাঝে তাই আজ অসীমতা ভার করে।
তবে,
সে যে চোখের পানি নিজ হাতে মোছার যোগ্যতা রাখে!!
বাশ যেন তরুণ সমাজ হতে আসে
পদে পদে আঘাত করিবো তোমারে…
দেখি পাশান মানুষ
কতো নামাও তাহারে!!
……….
কলমেঃSahnaj rahman
বাংলা কবিতা
কাটামাখা মনোবল
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1