ও ভগবান আর কত ঘুমাও
O Bhogoban Aar Koto Ghumao
কথা: রতন সাহা
সুর: সুবীর করণজাই
শিল্পী: কুমার শানু
[ও ভগবান আর কত ঘুমাও !
সর্বনাশা ভুলের ঝড়ে
মন্দির মসজিদ ভেঙে পড়ে
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি গো পাও ?]-২
ও ভগবান আর কত ঘুমাও !
[আল্লা হরি লড়াই করে
হাসেরে শয়তান
ভায়ের রক্তে লাল হয়ে যায়
ধর্মের ওই নিশান]-২
ঘরে ঘরে কুরুক্ষেত্র
দেখতে কি গো চাও ?
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি গো পাও ?
ও ভগবান আর কত ঘুমাও !
[প্রেম বিশ্বাসের বীজ বুনে যাও
দাও গো বিবেক বুদ্ধি
মিলন মন্ত্রে দীক্ষা দিয়ে
করো চিত্ত শুদ্ধি]-২
[বিভেদের ওই বিষ ছড়িয়ে
করছে যারা পাপ
ক্ষমা যেন পায়না তারা
পায়না যেন মাফ]-২
অধর্মকে বিনাশ করে
ধর্মকে বাঁচাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি গো পাও ?
ও ভগবান আর কত ঘুমাও !
সর্বনাশা ভুলের ঝড়ে
মন্দির মসজিদ ভেঙে পড়ে
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি গো পাও ?]-২
[ও ভগবান আর কত ঘুমাও !]-২
ও ভগবান আর কত ঘুমাও
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1