ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি ।
বুঝিনা তোমার,
কি যে মর্জি ।
দিন ভালোবাসার,
ওগো দাওনা ফিরিয়ে ।
বলো তাকে ছাড়া,
বাঁচবো কি নিয়ে ।
ঘরে ফিরবেই একদিন নদী,
প্রেম বুঝলে, সে খুঁজবে দরদী ।
দাওনা তাকে ফিরিয়ে
একটি বার ।
জানি আকাশ পাইনা ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি ।
যদি পথের ধারে পেয়ে যায়
দেখা তার ।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি ।
বুঝিনা তোমার,
কি যে মর্জি ।
দিন ভালোবাসার,
ওগো দাওনা ফিরিয়ে ।
বলো তাকে ছাড়া,
বাঁচবো কি নিয়ে ।
মেঘলা দিনে, আকাশ জুড়ে দাবি
মন রে, সামলে তাকাস, পুড়ে যাবি ।
না পুড়লে কিসের ভালোবাসা
ভাঙে মন, তবু ভাঙেনা যে আশা ।
সে ছাড়া আর কেউ নেই যে আমার ।
জানি আকাশ পাইনা ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি ।
যদি পথের ধারে পেয়ে যায়
দেখা তার ।
ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি ।
বুঝিনা তোমার,
কি যে মর্জি ।
দিন ভালোবাসার,
ওগো দাওনা ফিরিয়ে ।
বলো তাকে ছাড়া,
বাঁচবো কি নিয়ে ।
o allah amar koto korechi je arji lyrics