Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

ওই দূরে চলোনা নীল আকাশে

LEVEL FIVE – 60’s LOVE

ওই দূরে চলোনা নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে হারিয়ে তুমি
কাশ বনের মৃদুল বাতাসে হয়েছি।

চলোনা হাড়িয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে
চলো…

ওই দুরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হাড়িয়ে যেতে চাই তোমায় নিয়ে।

60’s Love
Lyric – Ehsan Kaizer, Alamgir Kaiser and Aiedid Rashid

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply