ওই দূরে চলোনা নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে হারিয়ে তুমি
কাশ বনের মৃদুল বাতাসে হয়েছি।
চলোনা হাড়িয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে
চলো…
ওই দুরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হাড়িয়ে যেতে চাই তোমায় নিয়ে।
60’s Love
Lyric – Ehsan Kaizer, Alamgir Kaiser and Aiedid Rashid
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.