I am so clever that sometimes I don’t understand a single word of what I am saying.

— Oscar Wilde

এখানে আকাশ মেশে

Metrolife | Ekhane Akash Meshe | Official Music Video

এই আলোয় ভেসে যাই আমি একা
সঙ্গী আমার দুঃখবোঝাই গাড়ি,
পথের প্রান্তে পায়ের চিহ্ন আঁকা
দূরের মানুষ, তারই বা কিসের আড়ি?
এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে
আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে
ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,
আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে!

খেলাঘর ফেলে ছুটেছি অন্ধকারে,
ভীষণ একা হাজার লোকের ভিড়ে
তুমিও কি বোঝো সেই একার মানে?
বিষাদের গান লেগে থাকা কানে কানে!

তোমরা গিয়েছ মুছে গেছ যত গান
ভেঙেছো অবাধ্য মায়া পিছুটান,
ঝরে যাওয়া পাতা মিশেছেই শেষে পথে,
আমাদের যত স্মৃতি নিয়ে গেছে সাথে!

এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে
আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে
ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,
আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে

Metrolife | Ekhane Akash Meshe lyrics| Official Music Video

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply