To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

এক ছিপি ভালোবাসা গিলে নেয়া

#কাব্যগ্রন্থ_অবান্তর নীলা
#শাওন মল্লিক

আমার আর বিষের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই ….
এক ছিপি ভালোবাসা গিলে নিয়েছি….
আমার মৃত্যু শয্যাশায়ী আত্মা….
তাও কাকে ডেকে চলেছে…
সে কি আদেও শুনছে…
এ ডাক…?
রাত রিরেতে হুতুমপেঁচার মতো ভূতুড়ে আত্মার ডাক…
রাত যত বাড়বে বোধহয় এ ডাক আরো ভয়ানক ভয়াবহ হবে…
সে কি আদেও শুনছে এ ডাক…?
রাত রিরেতে হুতুমপেঁচার মতো ভূতুড়ে…
আত্মার কান্না বিস্তৃত আত্মার ডাক..❤️

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply