Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier

— Mother Teresa

এক চোখ বর্বরতা

ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া হয় না আমার
সালাতের শেষে আবার ঘুমিয়ে পড়ি আমি
ঘুম ভাঙ্গে কর্মমুখী সকালে
মুঠোফোনে খবরের আলাপ শুনে..
তবে এই চিত্র যেন এক মর্মরতা
নিরবতা আর হাহাকার!!
এখন আমার খবর শুনে বড্ড ভয়ই লাগে
কোনো মেয়ের বাবাকে বাচানোর আকুতি,কোনো ছেলের মাকে বাচানোর আকুতি!!
বাবা মায়ের সন্তান হারানোর চিৎকার
সজন হারা কতো কতো পরিবারের হাহাকার!!
দেশ বিদেশে যোগাযোগ বন্ধ এবার
আমার মালিকের ঘর তাওয়াফে মানুষের উপছে পড়া ভিড়
কালো সাদা কাপড়ে মিনমিন করা গতীয় বেগ
স্থিতিময় আজ!!
আজ বিদ্যাপীঠের তাড়া থাকে না,
কোলাহল কাছে যাওয়ার অনুমতি দেয় না,
মাঠে মাঠে বল ব্যাটের আমেজ থাকে না,
শুধু সাইরেন!!
যেন চারিদিকে তারই রাজত্ব!!
এখন মসজিদে মোনাজাত এর সুযোগ মেলে না,
মুসল্লিদের দলবেঁধে মসজিদ হতে বেরোতে দেখা যায় না,
এখন জানাজায় দুহাতের আঙুল সমান মানুষ ছাড়া আর কাউকেই দেখা যায় না!!!
আছে শুধু মৃত্যু মিছিল!!
ভাবা যায়???
আমি এইসব খবরে দেখিব কি করে
আমার অন্তর যেন আমায় তীব্র আঘাত করে।
আমি ভাবি কতোই না কৃতজ্ঞত আজ আমি
এই মৃত্যুমিছিলে আমার সজনের নাম লিখা হয় নি
হয় নি আমার আপনের নাম লিখা..
আমার বর তুমি এভাবেই আগলে রাখিও আমায়
নির্মম এই খেলায় অংশীদার রাখিও না আমায়।
আজ মানুষ সব পথেই যেন হেরে গেছে,
তাই বিপথগামীরা ডাকছে তোমায়
ও মাবুদ, পরমদয়াল
মাফ করো,হেফাজতে রেখো
মহামারী হতে মুক্ত করো
তোমার পাপী বান্দারাই চোখের পানি ফেলছে আজ।
কবরেও জায়গা মেলে না এখন,
কবরবাসীর ঘুম ভাঙ্গিয়ে নতুনকে শুয়ানো হয়,
আগে থেকেই সাড়ে তিনহাত জায়গা বরাদ্দ,
তবে শেষ গোসলের নেই কারো সাধ্য!!
হাসপাতালে গেলে কানে ব্যাথা
চিৎকার!!!
কান্না আর হারানো আবেগের জোয়ার
বেডে জায়গা তো পাওয়াই যায় না
রাস্তায় মরতে হয় এবার।
থাক,বললে শেষ হবে না আমার
একবার ভেবে দেখো
কতো ভাগ্যবান তুমি,আর কতো ভয়াবহ পরিস্থিতি তোমার।
.
.
.
.
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply