–::ভক্তিমূলক সঙ্গীত::–
এই আছি এই নেই
এই আছি এই নেই
মনে মনে ভাবি যে
থেকে থেকে কোথা থেকে
কে যেন কী হয়ে যায় |
কেন আসে কেন যায়
কী যে চেয়ে কী যে পায়
তারই খেলা নিয়ে দেখি
সারা বেলা বয়ে যায় || (৩)
সুখে ভুলে হাসি যত, দুঃখ আসে কাছে তত | (২)
দুঃখে কাঁদি যখনই রে
মনে মনে হাসি পায় |
কে যে গেল কে সে এল
কে হারাল, কে যে পেল,
আশা তার ভেঙে পড়ে
কে যে গড়ে নিরাশায় |
এই আছি এই নেই
মনে মনে ভাবি যে
থেকে থেকে কোথা থেকে
কে যেন কী হয়ে যায় |
দিনে দিনে দিন গুনে
জীবনেরও ধ্বনি শুনে
সময়েরও নদীতীরে
বাসনা যে ক্ষয়ে যায় |
শুভক্ষণ হলে তাই, না বলে যে চলে যাই | (২)
অসীমেরও বাঁশিখানি
কী কোথা যে বলে যায় |
এই আছি এই নেই (সঙ্গীত) [Ei Aachi Ei Nai (Song)]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1