Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

উল্লম্ফন

এত উল্লম্ফন কখনও দেখিনি

সবাই উঠে আসছে নিরন্তর

সীমাহীন প্রাচূর্যের উল্লাস নগরে

এইখানে অবিরাম সূর্য

সূর্যের বার্ধক্য নেই

কিছুটা যৌনগোধূলি যদিও

গোলাপি রঙের মায়ায়

বিশ্রামের পাঁচালি পাঠ করে

তারপর নিরুক্ত শয়ন ঘর

প্রাণশস্যে ক্ষুধা নিবৃত্তির আয়োজন

এসব তবুও দূরের সমাচার মনে হয়

আমাদের কারুণ্য নির্ভর পর্যটন

কোথাও ঝরনার আবেগ খুঁজে ফেরে

বাহ্যত সংকট শুধু আর সব মৃত্যুযাপন

দুরপনেয় বোধ কাঙ্ক্ষিত শোভার কাছে

মাথা নত করে দেয়

উল্লম্ফন চলতে থাকে

         বস্তুত জাগতিক প্রশ্রয়

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply