আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

উত্তর সাগরের বুকে মরা মাছটা

Lyrics:
উত্তর সাগরের বুকে মরা মাছটা
খেটে খাওয়া নাবিকের বুকে রাখা ছবিটায়
আছড়ে পড়ে ঢেউ
ঢেউয়ে ভাঙে ঘর।

জোয়ারের ব্যতিক্রম জমে কালশে
চলে যাওয়া মানুষেরা মনে পড়ে বালিশে
ভাটায় ভিটে খুঁজি
মেলেনা একটা ঘর।

আয়নার ওপাশে দেখি
চোখাচোখি হলে বিভ্রান্তি
গৌরী সন্ধ্যায়
শামাদান।
জল-প্রতিবিম্বে দেখি
চোখাচোখি হলে বিভ্রান্তি
গৌরী সন্ধ্যায়
শামাদান।
~
ও জল আমায় ভাসাও
ধুয়ে মুছে দাও যত ঠুনকো আশাও..।।
যদি কোন দিন একা মনে হয়
শুনো আমার এ গান
আজ দিয়ে গেলাম তোমায়।

Shamadan | শামাদান | Gaan Niyeche Chile | Argha Dev X Aseer Arman | Season 1

Audio Production-

Lyrics & Tune : Argha Dev
Music Arrangement & Mixing : Aseer Arman
Guitars : Aseer Arman, Argha dev, Ragib Hasan Rodel
Voice harmony : Dhian Giri, Ragib Hasan Rodel, Aseer Arman
Bawu : Aseer Arman
Banjo : Dhian Giri
Bass : Ritovash Chanda
Percussion : Akash
Mastering : Dh Shuvo

Video Production : Nowshad Alam Nowaj

Logo Designer : Shubhangi Majumdar
Logo Animation : Ragib Ekhwan

© Gaan Niyeche Chile – গান নিয়েছে চিলে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0