ইন্দুবালা গোওওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গোমনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়াইন্দুবালা গো, ইন্দুবালা গোস্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়াইন্দুবালা গোওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার আকাশে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িলাম
ইন্দুবালা গো, ইন্দুবালা গো
Indubala lyrics
Fazlur Rahman Babu
tumi kon akashe thako lyrics
dubiya morilam moriya dubilam lyrics