Whoever is happy will make others happy too.

— Anne Frank

ইচ্ছে ডানা

Ichhedana Lyrics (ইচ্ছে ডানা) Iman Chakraborty Bengali Song

সেদিনের মতো আজো
শরৎ রঙিন পরিবেশ,
আমি যদি পাখি হতাম
ছুঁয়ে নিতাম চাঁদের দেশ,
শরৎ ভেলায়, হিমেল হাওয়ায়
উড়ে যেতাম বেশ।
ভালোবাসার আকাশ খামে
বৃষ্টিরা আজ কথা বলে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে।

ভুলে যাই যত অভিমান
মায়াবী আলেয়া পিছুটান,
ভোরের সূর্য আবার উঠুক
শিউলি কুঁড়িরা ফুটুক,
নদীও নিজের স্রোতে চলুক
শূন্য শহরে স্মৃতির ধুলো
উড়ুক, উড়ুক ..
রাতের স্বপ্নে আমায় ছিলে ঘিরে
তোমার ছোঁয়ায় দৃষ্টি আজ এলো ফিরে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে।

সেদিনের মতো আজো
শরৎ রঙিন পরিবেশ,
আমি যদি পাখি হতাম
ছুঁয়ে নিতাম চাঁদের দেশ,
শরৎ ভেলায়, হিমেল হাওয়ায়
উড়ে যেতাম বেশ।
ভালোবাসার আকাশ খামে
বৃষ্টিরা আজ কথা বলে,
চলো যাই উড়ে, বহুদূরে
ইচ্ছে ডানা মেলে।

ইচ্ছেডানা লিরিক্স – ইমন চক্রবর্তী :
Sediner moto aajo
Shorot rongeen poribesh
Ami jodi pakhi hotam
Chuye nitam chander desh
Shorot bhelay himel haway

Ichhedana Lyrics (ইচ্ছে ডানা) Iman Chakraborty Bengali Song

Song : Ichhedana
Singer : Iman Chakraborty
Music composer : Nilanjn Ghosh
Lyrics : Manik Bera
Cinematography & Direction : Subhadip

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply