Alo || আলো || Prince Mahmud Feat Tanzir Tuhin || Official Original Track || Bangla New Song 2020
এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে
চলে যাবো ভাবতেই
চোখ, ভরে আসে
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই
চোখ, ভরে আসে
মৃত্যুই সারসত্য জেনেই
শিখেছি জীবন ভালোবাসতে
অপ্রাপ্তি বৃত্ত মেনেই
ব্যাথাটা লুকায় পারি হাসতে
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই
চোখ, ভরে আসে
রেখে যাবো সংসারে গান
এই পিছুটান কী করে ছাড়ব?
ছেলেটাকে বুকেতে জড়ায়
গাল ভরে চুমু কি খেতে পারব?
এই পথ ভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে
হারাবো ভাবতেই
চোখ, ধরে আসে
শ্রেণিহীন কবিতা অরণ্য
লোকারণ্য
কোথায় পাব?
এই মাটি জল নীলাকাশ
বুক ভরা বাতাশ
কি নিতে পারব?
র্নিমাণের এই মায়াজাল ছিড়ে
যাব না যাব না ভাবে মন
ফসল বেঁধে বাঁধি প্রাণের ঘাঁটি
সে প্রাণেই পূর্ণ প্রলোভন
এই পথ ভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে
হারাবো ভাবতেই
চোখ, ধরে আসে
এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে
চলে যাবো ভাবতেই
চোখ, ভরে আসে
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই
চোখ, ভরে আসে
আলো লিরিক্স- তানজির তুহিন :
Ai alo hawyar maya katiye
Ai jogot barir maya katiye
Cholo jabo vabtei
Chokh, vore ase
Ai valo mondeo valo thaka
Priyo mukh gulo bukh japte rakha
Fele jabo vabtei
Chokh, vore ase
Alo Lyrics (আলো) Tanzir Tuhin Bangla New Song 2020 Prince Mahmud Featuring