আমার অনুভূতি
সূক্ষ ধূলোবালি তোমার জন্য।
অতীত আর বর্তমানের কাছে
বন্দী আমি ।।
জন্ম, মৃত্যু , বিয়ে
না জানি কখন হয়।
সব মায়েদের মতো
আমি ও একজন মা
আমি অভাগিনী
আমি মা
আমার অনুভূতি
সূক্ষ ধূলোবালি তোমার জন্য।।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1