আমি তোর পীড়িতের মরা

আমি তোর পীড়িতের মরা
আমি তোর পীড়িতের মরা
বন্ধু
চাইয়া দেখনা এক নজর
বন্ধুরে
আপরাধী হলে ও আমি তোর
তোররে বন্ধু
অপরাধী হলে ও আমি তোর৷
আমার যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ঘূণা রাখো
আমি তোরে করিনা পর
কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই রে কলঙ্কের ড়র
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর

ami tor piriter mora lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply