আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে নানা কথা জানা,
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে নানা কথা জানা,
শুনেছি তার, রাত কাবার
বুনো ফুল ঝরেনি বিষাদ বন্দরে,
আছিলা তার, ভুল বোঝাবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে।
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা।।
তুলনাহীনা, ঠোঁট ফাটে না
রাতবিরেতে নীল মলাটে জমায় দিনগোনা,
তুলনাহীনা, পথ জানে না
ধুলো পাহাড়ে উড়োজাহাজে ঝাপসা বেদনা,
বাগিচা তার, বোগেনভেলিয়ার
বুনো ফুল ঝরেনি বিষাদ বন্দরে,
আছিলা তার, ভুল বোঝাবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে।
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
তুমি নানা মুখে অল্প অল্প জানা।
ami tomari oshukh chena lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1