No one can make you feel inferior without your consent.

— Eleanor Roosevelt, This is My Story

আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ
বেনী যাবে যবে খুলিতে
তবু আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেবোনা ভুলিতে
তোমার শরীর নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
তোমার শরীর নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবণ
রোদন হইয়া আসিব তখন
তোমার বক্ষে দূলিতে
আমারে দেবোনা ভুলিতে
আসিবে তোমার পরম উৎসব
কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী
পায়নি ভিক্ষা এখানে
তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেনো মরে মিশে আছে
দেখিবে কে যেনো মরে মিশে আছে
তোমার পথের ধূলিতে
আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেবোনা ভুলিতে

Amare Debona Vulite Lyrics লিরিক্স নজরুল সঙ্গীত

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply