কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রু ফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব
অথই সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝড়ে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
ami kosto pete valobashi lyrics
kono sukher choya pete noy lyrics
Leave a Reply
You must be logged in to post a comment.