হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমায় এতো রাতে | Amai Eto Raate- Momtaz – Sangeeta music video

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে

আম ধরে থোকা থোকা তেতুল ধরে ব্যাকা
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন নাই দিল দেখা প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমার শিয়রে শাশুড়ী ঘুমায় দুরন্ত নাগিনী হায়রে দুরন্ত নাগিনী
আমার ওইখানে ননদী শুয়ে জ্বলন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে

আম গাছে আম ধরে জাম গাছে জাম
আমি পন্থের দিকে চাইয়া থাকি
আসবেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে

amay eto rate keno dak dili lyrics amay etho rathe keno dak dili bondhu lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply