নিজের প্রশংসা করিও না । -27/53/2

— আল কোরআন

আমার সারা দেহ খেয়ো গো মাটি

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও ও ও …
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও ও ও …
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে।
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে।
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও ও ও …
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে।
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে।
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে।
আমি ঐ না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও ও ও …
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও ও ও …
SONG CREDITS –
■ Song: Amar Sara Deho – আমার সারা দেহ
■ Vocal: Andrew Kishore
■ Lyrics : Ahmed Imtiaz Bulbul
■ Composition: Ahmed Imtiaz Bulbul
■ Label : Anupam
■ Release Date : Unknown

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply