Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
Amar Shyam Jodi Hoiti Mathar Kesh
ছায়াছবি: চন্দ্রকথা
কথা: মরমী কবি সৈয়দ শাহনূর
কন্ঠ: মেহের অাফরোজ শাওন/
সুবীর নন্দী
[আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
[(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
পুরাইতাম মনের খায়েশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো]-২
[আমি হইতাম দাসী ভালবাসি]-২
চিরুনি করিতাম কেশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[শ্যাম-সুন্দর যমুনার মাঝে,
কত রঙের ঢেউ সাজে গো]-২
[(আরে) ঢেউয়ের চোটে কুহু ওঠে]-২
নিমেষে হয় নিরুদ্দেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[সৈয়দ শাহ নূরে বলে,
শ্যামানলে অঙ্গ জ্বলে গো]-২
[(যদি) সেই রূপ সাপিনী হইয়া]-২
আমারে মারিত বেশ
[আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
[(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
পুরাইতাম মনের খায়েশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply