অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

আমার বেড়াবার কোনো জায়গা নেই

আমার বেড়াবার কোনো জায়গা নেই
চারিদিকে রক্তে ছয়লাপ হয়ে আছে
গার্হস্থ্য পিঁপড়েরা রক্ত চুষে চুষে
সারি বাঁধছে, মিছিল করছে এলাকা দখলের

ব্যঞ্জনা ছাড়াই একাকী বসে আছি
ধ্বংসের কল্লোলে শুধু তামাশার আহূতি
যুদ্ধবাজ জাহাজের নিরন্তর যাতায়াত
দু একটা পাথর মস্তিষ্ক ঝরনায় গড়াচ্ছে
শুনতে পাচ্ছি প্রেমের জাদুকর আসছে

নিজের দিকে তাকাতে তাকাতে পর্দা নামছে
রাতের বিহ্বল ময়ূর আর দানা খায়নি
ডাইনি হত্যার যাত্রাপালা থেকে
নাচ কিনতে এসেছে মিডিয়ার লোকেরা

আহা! আমার পতাকা নামানো থাকুক….
এখন ঘোর কোলাহল।

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply