Silence gives answers.

আমার চেতনা চৈতন্য করে

–::ভক্তিমূলক সঙ্গীত::–
আমার চেতনা চৈতন্য করে

আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী |
তোর ভাবসাগরে ভেসে আমি, হব মা তোর পদশ্রয়ী ||

অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভাবে তুই নে মা ডেকে | (২)
জ্ঞানচক্ষু মেলে দেখি মা,কেমনে তুই জ্ঞানদাময়ী ||

তোর ভাবের খেলা দিয়ে, দে মা মোর যা কিছু সব, অভাব মিটিয়ে | (২)
উপহার মোর এ জীবনে, নিয়ে নে মা তোর চরণে |
মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপুজয়ী ||

আমার চেতনা চৈতন্য করে (সঙ্গীত) [Aamar Chetona Chaitonno Kore lyrics(Song)]

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply