নজরুল সংগীত
🎤মানবেন্দ্র মুখোপাধ্যায়
আমার কোন্ কূলে আজ ভিড়ল তরী
এ কোন্ সোনার গাঁয় ।
আমার ভাটির তরী আবার কেন
উজান যেতে চায় ।।
আমার দুঃখেরে কান্ডারী করি ,
আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী ,
তুমি ডাক দিলে কে স্বপন পরী
নয়ন ইশারায় ।।
আমার নিবিয়ে দিয়ে ঘরের বাতি ,
ডেকেছিল ঝড়ের রাতি ,
তুমি কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায় ।।
ওগো সোনার দেশের সোনার মেয়ে
তুমি হবে কি মোর তরীর নেয়ে ,
এবার ভাঙ্গা তরী চলে বেয়ে
রাঙা অলকায় ।।
Kon Kule Aaj Bhirlo Tari lyrics
Manabendra Mukherjee
All Time Greats-manabendra Mukherjee Nazrul Songs
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1