অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

আবারও তোমার শহর

যা কিছু পাই,
সেসবই গেছে চলে,
কীভাবে মনের ভুলে,
না বলে কোথায় গেলে?

যা ভেবে যাই,
হয়না সেসব বলা,
যা কিছু চাই আর আসেনা,
আসেনা আলোর মেলা।

কিছু শ্যাওলা জমা, পুরোনো দেয়াল, তবু করছে খেয়াল,
কিছু ধুলো জমা, পুরোনো চিঠি, রোজ হাত্রে দেখি।
এই আছে বাকি সব, তবু অল্প না।
কখনো সত্যি থাকে, কখনো কল্পনায়।

আবারও ভোর,
আবারও তোমার শহর,
মনে যাচ্ছে পরে,
সেই ধুসর প্রহর।

এলো সকাল,
অপেক্ষায় ছিলে বহুকাল,
মনে জড়ানো ছিলো
স্বপ্ন আকাশ পাতাল।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply