Challenges are what make life interesting, and overcoming them is what makes life meaningful.

— Joshua J. Marine

আজ ভ্রমণ শেষ হল

রাতের শেষ তারাটির মতো জেগে আছ
আমার ভ্রমণ শেষ হল—
নিপীড়িত পৃথিবীর পাদপীঠে
বড়ো একা মনে হল আজ
আরক্তিম যন্ত্রণায়
ঘিরে আছে রাতের সমাজ!

হাতের আঙুলগুলি গুনে গুনে দেখি
ঠিকঠাক আছে সব —
নখের চিহ্নে এখনো গোলাপি দাগ
বসন্তরশ্মির স্বরলিপি —
তুমি এসেছিলে নিশিপদ্ম বনে
হৃদয় পেয়েছে ধূম তাই জাগরণে।

আজ ভ্রমণ শেষ হল
ভোরের প্রলাপ নিয়ে
হেসে উঠুক সূর্য —
আমি ইতিহাসে ঢুকে যাওয়া যুগ….

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply