You’ve gotta dance like there’s nobody watching,
Love like you’ll never be hurt,
Sing like there’s nobody listening,
And live like it’s heaven on earth.

— William W. Purkey

অনুরাগে রাঙা তনু

অনুরাগে রাঙা তনু
Anurge Ranga Tonu
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
শিল্পী: অনুপমা দেশপাণ্ডে,
সাধনা সরগম
[অনুরাগে রাঙা তনু,
আরো রাঙা হয় গো!
ভালোবেসে কাছে এসে,
কর কেন ভয় গো]-২
[রাধা রাধা ও শ্যাম শ্যাম শ্যাম]-৪
হৃদয় যখন ময়ূরী হয়ে নেচেছে
চরণে চরণে নূপুরেরই সুর বেজেছে
বাঁশিও নূপুরের সঙ্গে
নিয়ে যাক একই তরঙ্গে।
ধন্য হোক এ ধরণী
মিলন হোক আজ মধুময় গো।
[সবার পাশে এসো শ্যাম শ্যাম শ্যাম
পুরাও সবার মনস্কাম]-২
ভুবন যখন ফুলে-ফলে সেজেছে
চাঁদ তার জোছনায় অপরূপা হয়েছে।
কুসুমের প্রাণধারা গন্ধে
হৃদয় মাতুক আনন্দে
পূর্ণ হোক এ রজনী
ঘটুক অনন্তপ্রেমে প্রলয় গো
[সবার পাশে এসো শ্যাম শ্যাম শ্যাম
পুরাও সবার মনস্কাম]-২
[অনুরাগে রাঙা তনু,
আরো রাঙা হয় গো!
ভালোবেসে কাছে এসে,
কর কেন ভয় গো]-২
[রাধা রাধা ও শ্যাম শ্যাম শ্যাম]-৬

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply