সরস্বতীর সেবা করি


































































			
			











Love will find its way through all languages on its own.

সরস্বতীর সেবা করি

সরস্বতীর সেবা করি
Saraswatir Seba Kari
সিনেমা: একটুকু ছোঁয়া লাগে (১৯৬৫)
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখার্জী
কণ্ঠ: কিশোর কুমার
[সরস্বতীর সেবা করি
অন্ন যে তাই জুটল না,
লক্ষ্মী গেল অন্য পথে
দুঃখ যে তাই ঘুচল না]-২
সরস্বতীর সেবা করি
অন্ন যে তাই জুটল না।
[সুরের পরে সুর খুঁজেছি
মিলের পরে মিল
জীবনটাকে চালাই মোরা
দিয়ে গরমিল]-২
বারেবার তাল কেটে যায়
সোমের মাথায় ফিরল না
কিছুতেই সোমের মাথায় ফিরল না
লক্ষ্মী গেল অন্য পথে
দুঃখ যে তাই ঘুচল না
সরস্বতীর সেবা করি
অন্ন যে তাই জুটল না।
[যতসব ফাঁকির ফাঁকে
যে মরণ লুকিয়ে থাকে]-২
[জীবনের রঙের বাহার
দিয়ে মোরা রুখব তাকে]-২
[কপাল ভেঙে আসে যখন
দুঃখের কালো বাণ,
সেই কালোর কালি দিয়ে মোরা
লিখি সুখের গান]-২
খুশির তারা পথ দেখালো
কান্না যে তাই আসলো না
কিছুতেই কান্না যে তাই আসলো না
লক্ষ্মী গেল অন্য পথে
দুঃখ যে তাই ঘুচল না
সরস্বতীর সেবা করি
অন্ন যে তাই জুটল না
লক্ষ্মী গেল অন্য পথে
দুঃখ যে তাই ঘুচল না
সরস্বতীর সেবা করি
অন্ন যে তাই জুটল না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply