সমর্পণে এসেছি আজ


































































			
			











হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

সমর্পণে এসেছি আজ

তোমার হাতে কি বজ্র আছে ?

তাই দিয়ো আমার মাথায় ।

ভিজছি একা এই মাঠে

ঘন কালো মেঘে আকাশ ঢাকা ।

সমর্পণ লিখে দিয়েছি

আলোহীন , গৃহহীন , রাস্তাহীন পৃথিবীতে

তোমার মেঘ , তোমার বজ্র , তোমার আকাশ

যা ইচ্ছে হোক , যা ইচ্ছে হোক…

প্রেমের আয়নায় তোমারই মুখ

আমিই বা কে ? আমিই বা কে ?

মিলিয়ে যাচ্ছে আলোর বিন্দু

সিন্ধু হচ্ছে মাতাল ঢেউয়ে

তরণি নেই , ভিজছি একা

সমর্পণে এসেছি আজ….

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply