Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

সব প্রেম খুন হয়ে গেছ

কাঙাল বলে নীরব হতে থাকি

মানুষ হতে চেয়ে বার বার প্রশ্রয়

                            ভিখিরি 

কোথাও হৃদয় নেই, হৃদয়ের ঘরদোর নেই

সব প্রেম খুন হয়ে গেছে

গোপন প্রতারণাগুলি কখনো মরেনি

কখনো বদলায়নি স্বভাব

কোন দিকে কোন হাওয়া যায়

 কেউ বলে দিতে পারে? 

কোন অস্ত্রশালায় শান দেয় তরবারি

কে জানতে পারে?

সব লীলা, সব অন্ধকার, মানুষের অবিরাম জ্বর

ব্যাকরণ সম্মত নীল সমাজগুলি অনির্বচনীয় ব্যজস্তুতি শিখে নেয়

তারপর প্রয়োগ ঘটায়

সম্মোহনের দায় থেকে মুখোশ পরে নেয়

রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকি

ধ্বসে পড়া তীরভূমি থেকে আসে হাহাকার

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply