You’ve gotta dance like there’s nobody watching,
Love like you’ll never be hurt,
Sing like there’s nobody listening,
And live like it’s heaven on earth.

— William W. Purkey

শুভাশীষ

গতীয়মান সময়ে,অসময়ের মূহুর্ত তারা
কানে আসে,গায়ে ছুয়,দূরপাল্লা হারায়
সপ্নেও বুকে পাথর পুঁতে যায়
মরিচীকার মতো দূরত্ব বজায় রাখাই শ্রেয়
উপহারের ফিতা খুললে আগামীর আমি বর্তমানকেও হার মানায়…
শুভেচ্ছা দিতে গেলে দাঁতে দাত লেগে যায়
হাতে যদি আবার দুর্গন্ধ ছড়ায়
এই কালো বন্যার পানি প্লাবিত করেছিলো আমায়।
তাই, ভাবি থাক
বারেবারে চর্চায় আসা লাগবে না আমার!!
আমার আগামীর পথে সুগন্ধি থাকোক
কালচে দাগ কি নতুন আমিতে মানায়?
তবে তাই বলে আমি যে রূপে গুনে গুনবতী তাও না!
আমি নিম্ন মানের মাটির তৈরি হয়তো
উন্নতির বাজারে তাই কড়ি পয়সা হাতে দাড়িয়ে আছি
আমায় নতুন করে পেলে বাজারের ব্যাগে ভরে নিবো
ভালো হবে??
আমি উপরের রঙ মিটাতে পারবো না,
মনের রঙের কৌটা খালি পরে আছে,
তাহলে বলো কি হবে উপায়?
না!!!
আমারো তো বাচতে হবে
গোমরা মুখো আর কতো হবো বলো!
তাই এমন সিদ্ধান্ত।
তবে আমি জানি, আজানার পথে নতুন আমি
নিজেই নিজের কাছে তাই আজ ভীষণ দামী।
একে জগতে স্বার্থপরতা ভাবে কেন?
জানি না,জানতেও চাই না
এতেই বিনামূল্যে ভালো হয় আমার
এতে মন্দ খুঁজে পাই না আমি।


।।।


কলমেঃ শাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply