কয়েকটা বাঘ শুধু এদিক ওদিক ঘোরাফেরা করে

আমরা ফুটবল খেলার মাঠে সব বেলা গড়িয়ে দিয়েছি
উঠোনে নষ্ট চাঁদের আলোয় কুড়িয়ে পেয়েছি
উড়ে যাওয়া স্বপ্নের ডানা
বাবা কথায় কথায় সিঁড়ি বানিয়ে দিয়েছে
আমরা টলোমলো পায়ে উঠতে চেয়েছি উপরের দিকে
আমাদের সাহস
শূন্যের উপর ভেসে থাকা
একটা চাবির মতো
অনেক উপরে তালা খুলতে খুলতে
তালা খুলতে খুলতে
পৌঁছে যাব বলে

আমাদের অন্ধকার ঘরে বিষাদ পড়ে আছে
বিষাদেরা জানি না কখন বাঘ হয়ে গেছে…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply