আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

যা দিয়েছো কোনোদিনও দেয়া

যা দিয়েছো কোনোদিনও দেয়া
Ja Diyechho Konodino Dewa
ছায়াছবি: পাপী (১৯৯০)
কথা: মুকুল দত্ত
সুর: বাবুল বোস
কণ্ঠ: আশা ভোঁসলে
[যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান]-২
ছিলো নাকো যার কিছু
ভরে দিলে তার মন;
ভালোবাসা পূজা হয়ে
গেল যে কখন হো হো হো
যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।
[আজকে আমি হয়েছি তোমার
পেয়েছি আমি পৃথিবী আমার
সরিয়ে দিয়ে অনেক আঁধার]-২
বলো না গো কী দেব তোমায়
হো হো হো হো যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।
[কর আমার জীবন সফল
পেরিয়ে মনের সাগর অতল
যত জ্বালা হোক না শীতল]-২
শেষ আমি জানিনা কোথায়?
হো হো হো হো যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply