অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

যতই কর বাহানা

যতই কর বাহানা
Jatoi Karo Bahana
ছায়াছবি: বিয়ের ফুল
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: যতীন ললিত
শিল্পী: কুমার শানু
হে হে এ এ হো ও
ও লা লা লা।।
যতই কর বাহানা,
যতই বল না না।।
বিয়ের ফুল ফুঁটলেই
বাজবে বিয়ের বাজনা
যতই কর বাহানা,
যতই বল না না
বিয়ের ফুল ফুঁটলেই
বাজবে বিয়ের বাজনা
যতই কর বাহানা।
যতই আড়ালে থাক,
পাতায় লুকানো থাক
ফুলের সুগন্ধ তো
বয়ে যাবে বাতাসে
খবর ছড়াবে তার
দেরী হবেনা আর
দুষ্ট প্রজাপতি
মেলে দেবে পাখনা
যতই কর বাহানা,
যতই বল না না।।
বিয়ের ফুল ফুঁটলেই
বাজবে বিয়ের বাজনা
যতই কর বাহানা।
যেথায় যেভাবেই যাই
আমরা যে চোখেই চাই
প্রেমের ফাঁদ যে পাতা
দিতেই হবে ধরা যে।
আছে কপালে যা
আগেই হবে যে তা
পর্দা পড়ে যাবে
খুলে যাবে ওড়না।
যতই কর বাহানা,
যতই বল না না।।
বিয়ের ফুল ফুঁটলেই
বাজবে বিয়ের বাজনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply