Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

মা হওয়া কি মুখের কথা

মা হওয়া কি মুখের কথা।
(কেবল প্রসব ক’রে হয় না মাতা)
যদি না বুঝে সন্তানের ব্যথা।।
দশ মাস দশ দিন, যাতনা পেয়েছেন মাতা।
এখন ক্ষুধার বেলা সুধালে না এল পুত্র গেল কোথা।।
সন্তানে কুকর্ম করে, বলে সারে পিতামাতা,
দেখ কাল প্রচণ্ড করে দণ্ড, তাতে তোমার হয় না ব্যথা।।
দ্বিজ রামপ্রসাদ বলে, এ চরিত্র শিখলে কোথা।
যদি ধর আপন পিতৃধারা, নাম ধরো না জগন্মাতা।।

শ্রীশ্রীকালী কীর্ত্তন/মা হওয়া কি মুখের কথা রামপ্রসাদী গান

Ma Hoya Ki Mukher Katha (Ramprasadi Gaan)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply