তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

মানুষ পোড়ার গন্ধ

ধন্য ধন্য করছে সবাই
আমার নেই কো ধন্যবাদ

সাম্প্রদায়িক এদিক ওদিক
মাইকে কী সব বলছে

শুনতে শুনতে ছোট একটা পৃথিবী
গড়ে যাচ্ছে

আমি স্বপ্ন দেখতে দেখতে
ভয়ঙ্কর
মানুষ পোড়ার গন্ধ পাচ্ছি
ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে
চিৎকার

আলোর বিশ্বাসের কাছে কে যাবে আর ?
আমার মাথার কাছে দীর্ঘশ্বাস ফেলছে
উদ্বাস্তু মানুষের ভিড়

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply