আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ

ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
Bhajo Gauranga Kaho Gauranga
প্রভাতী সংগীত
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: অমর পাল
[ভজ গৌরাঙ্গ,কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে]-২
[যেইজনা গৌরাঙ্গ ভজে,
সে হয় আমার প্রাণ রে]-২
[ভজ গৌরাঙ্গ,কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে]-২
[গৌরাঙ্গ ভজিলে,গৌরাঙ্গ জপিলে
হয় দুঃখেরও অবসান রে]-৪
[ভজ গৌরাঙ্গ,কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে]-২
[গৌরাঙ্গ বলিয়া,দু-বাহু তুলিয়া,
নাচিয়া নাচিয়া বেড়াও রে]-৪
[ভজ গৌরাঙ্গ,কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে]-২
[যেইজনা গৌরাঙ্গ ভজে,
সে হয় আমার প্রাণ রে]-২
[ভজ গৌরাঙ্গ,কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply