বেঞ্চি


































































			
			











Only from the heart can you touch the sky.

বেঞ্চি

মেঘলা আকাশ।
নূড়ি বিছানো একটি ছোট্ট পার্কের রাস্তা।
হেঁটে চলেছে হাজার লোকজন। কচি কাচা।
তারই মাঝে। সে।
আস্তে আস্তে হাঁটছে। বড্ড ধীরে।
গায়ে একটা শাল। হাতে একটা লাঠি।
বসলো গিয়ে এক বেঞ্চিতে।
কোনার সেই বেঞ্চিতে।
সেটাতেই।

  • কিরন্যা…
  • হুমমম…
  • কবে দেখা হবে আবার?
  • জানিনা…
  • এরম ভাবে..
  • আমি পড়তে যাচ্ছি অরণ্য। হয়ে গেলেই চলে আসবো। তুমি বড্ড বেশি ভাবো।
  • কিন্তু সেই সুদূর বিদেশ!!
  • তাতে কি হলো!!
  • তারাদের থেকেও যে দূর তা…
  • এই যুগে বসে কি যে আবোল তাবোল বকো তুমি!! ভিডিও কল আছে তো!
  • তোমার হাতগুলো… তোমার গন্ধ… এসব..
  • উফ্ অরণ্য! দু’টো তো বছর! মাঝেও তো আসবো নাকি!!
  • হুমম..
  • উঠি এবার…
  • হুমমম…

দু’টো বছর কবে যে এতোগুলো বছর হয়ে গেলো জানেনা সে।
ওই পার্কে আজও আসে কত প্রেম। কত নতুন হয়ে। কত ভাঙ্গে।
কিন্তু সে…

  • হ্যালো কিরন্যা…
  • রং নম্বর…
  • আমি তোমার গলা যে….
    -…….

বেঞ্চিটা স্বস্নেহে আগলে রেখেছে তাকে। তাদেরকে।
তাই সে আজও সে বেঞ্চিতে খোঁজে!
এত্তগুলা বছর পেরিয়ে…

তার হাতগুলো! তার গন্ধ! ❤️

Writer: Turna Dutta

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply