অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

বৃষ্টির নাম অপর্ণা

আজ বৃষ্টি এল, বৃষ্টির নাম অপর্ণা
সিন্দুক খুলে নতুন হার বের করলাম
আকাশি রঙের জামদানিটিও
আজ ভিজতে বেরোব আমি

নিম অন্ধকারে বাঁশি বাজছে
সুরের ঝরনায় বেশ কাতুকুতু লাগে
হাওয়ায় ভেসে যায় বিসমিল্লা খাঁ
নরম ব্যালকনিতে বিদগ্ধ পাখি

বৃষ্টির অনুভূতি মাঝে মাঝে হেসে ওঠে
তনুর হিল্লোলে ছোঁয় আনন্দের ভাষা
মৃত শৈশব কল্পতরু হয়ে ফিরে আসে
জীবন আরও জীবন পেতে চায়

নন্দিত সময়টুকু অলৌকিক সান্নিধ্যের কাছে
যেতে চায় বলে আকাঙ্ক্ষারা নৌকা বানায়
নৌকায় বৃষ্টি আর বৃষ্টিতে নৌকা দোল খায়
আমরা পিছল হতে থাকি, হৃদয় গলে গলে ঝরে

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply